City Travel Pass In Kolkata: ১০০ টাকায় \'সিটি ট্রাভেল পাস\' কলকাতায়, বাস-ট্রাম-ফেরি এক টিকিটেই

2021-01-20 2

লন্ডন, সিঙ্গাপুরের আদলে এবার কলকাতাতেও চালু হচ্ছে এক বিশেষ পাস (City Travel Pass), খাতায় কলমে যার নাম \'সিটি ট্রাভেল পাস\'। শহরের যাত্রী পরিষেবাকে আরও সহজ করে তুলতেই রাজ্য পরিবহণ নগম (West Bengal Transport Department) \'হপ অন হপ অফ\' পাসের সূচনা করছে। ২১ জানুয়ারি থেকে মিলবে এই পাস, প্রতিটি পাসের মূল্য মাত্র ১০০। একসঙ্গে ২০ কিংবা তার থেকেও যদি কেউ পাস কেনেন, তাহলে টিকিটের দামে ১০ শতাংশ ছাড় পাওয়া যাবে। ডব্লিউবিটিসি-র (WBTC) আধিকারিকের কথায়, \"ট্রেন বা বিমানে ভ্রমণ করার ফাঁকে কোনো ভ্রমণার্থী যদি কলকাতায় সারাদিন ঘুরে বেড়ানোর সুযোগ পান, তাহলে সেক্ষেত্রে এই পাস কার্যকরী ভূমিকা নেবে। ভ্রমণকারীদের সুবিধার জন্য বিভিন্ন রুটের খুঁটিনাটি তথ্য দিয়ে গাইড ম্যাপও তৈরি করা হচ্ছে।\" এসি, নন এসি বাসে উঠলে আর টিকিট কাটতে হবে না, চড়া যাবে লঞ্চে; এছাড়া সমস্ত ধরণের ট্রামেও চড়া যাবে। কলকাতায় ঘুরতে আসেন যারা বা যাদের এই শহরে নিয়মিত বিভিন্ন ধরনের পরিবহণ ব্যবহার করার প্রয়োজন হয়, তাঁদের কথা মাথায় রেখেই এই পাস চালু করা হচ্ছে বলে পরিবহন দফতর সূত্রে খবর।